ধামরাইয়ে পুলিশ কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদ অর্জনের আদৌ কি বিচার হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ এএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৫১ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনেষ্টবল সুমনের পাহাড় পরিমান অবৈধ সম্পদ অর্জনের আদৌ কি বিচার হবে এলাকাবাসীর সংশয় প্রকাশ করছেন।
জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্রামে দরিদ্র্র পরিবারে সন্তান কনেষ্টবল সুমন। হঠাৎ পাহাড় পরিমান সম্পদের মালিক বনে যাওয়ায় বিভিন্ন অভিযোগ ওঠে তার দিকে। পুলিশ হেডকোর্টার থেকে পুলিশের এস বি গোয়েন্দা সংস্থার কাছে তদন্তের জন্য অভিযোগ দিলে কনেষ্টবল সুমনের সম্পদের খোঁজ পেয়ে প্রতিবেদন প্রদান করে তারা। সুমনের পাহাড় পরিমান সম্পদের তথ্য পেয়েও পুলিশের ঊর্ধ্বতন কতৃপক্ষ কোনো আইনগত কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চতুর এই কনেষ্টবল সুমন তার প্রায় অবৈধ সম্পদ তার ভাই-বোন, স্ত্রী ও ছেলে-মেয়ের নামে লিখে দিয়েছেন যাতে সে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর হাতে ধরা না পরে। সুুমন চক্রদের শক্তির উৎস কোথায়, এত অবৈধ সম্পদদের মালিক হওয়ার পরে কি ভাবে বুক ফুলিয়ে নিজের কোনো বিড়ম্বনা ছাড়ায় চাকুরি করে যাচ্ছে? এখনও গোপনে সকাল-বিকাল তরুন-তরুনীরা চাকরির আশায় সানোড়া গ্রামে কনেষ্টবল সুমনের বাড়ীতে ভীর জমাচ্ছে সুমনের ভাই নাজিমুদ্দিনের কাছে। ১০/১২ লাখ টাকার বিনিময়ে পুলিশ কনেষ্টবলে চাকরি দিচ্ছে এই সুমন চক্ররা। দূর্নীতি দমন কমিশন (দুদক) সঠিক তদন্ত করলেই বের হয়ে আসবে সুমনের দূর্নীতি ও থলের আসল বেড়াল।