সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় আহত শ্রমিক চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫০ পিএম, ৭ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৩:০৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় সমুদ্র উপকূল নির্মিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে লৌহার পাতের আঘাতে চিকিৎসাধিন অবস্থায় চমেক হাঁসপাতালে মৃত্যু হয়েছে এক শ্রমিকের।
তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার হেলাল উদ্দীন সাংবাদিকদের জাননা গত বৃহস্প্রতিবার রাত পোনে ৩ টায় কাটার হেলপার রিপন মিয়া (৩৭) কাজ করার সময় টুকরা লৌহার পাতের আজ্ঞাতে গুরুতর জখম হয়।
এসময় অন্য শ্রমিকারা তাকে উদ্ধার করে চমেক হাঁসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিপন মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার নন্দাইল থানার দেউড়াংরা গ্রামের মৃত ছমদ আলীর পুত্র।
এইদিকে সীতাকুণ্ড মডেল থানার সেকেণ্ড অফিসার মোঃ শরিফ জানান এক জন শ্রমিকের মাথায় লৌহার পাতের আঘাতে রিপন মিয়া নামের এক জন শ্রমিকের চিকিৎসা অবস্থায় মৃত্যু হয়েছে।
এই ঘটনায় ইয়ার্ড ম্যানেজার হেলাল উদ্দীন বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় গত ৫মার্চ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, মামলা নং ৫ তারিখ ৫-৩-২০২১।