লাকসামে স্বাধীনতা-মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ পিএম, ৭ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতির সংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি এবং ঐতিহাসিক ৭ মার্চ কর্মসূচী পালন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটা- মিষ্টি বিতরণের মধ্যদিয়ে রবিবার বিকেলে থানা কমপ্লেক্স মাঠে স্বাধীনতা-মুক্তিযুদ্ধ মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান করলেন কুমিল্লার লাকসাম থানা পুলিশ।
এছাড়া ওই অনুষ্ঠানে জাতীয় সংগীত ও জাতিসংঘের চূড়ান্ত সুপারিশের ভিডিও এবং জাতীয় ভাবে পালনকৃত ৭ মার্চ’র বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও চিত্র প্রদর্শণ করেন।
ওইদিন সকালে থানা পুলিশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ এবং এক আনন্দ র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণসহ দিনব্যাপী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানান কর্মসুচী পালন করেছে।
লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয়কারী মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ও পৌর কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে এস.আই কিশোর কুমার দে’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, হারুনুর রশিদ, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবু পিন্টু সাহা, ইউপি মেম্বার, পৌর কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।