কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ৭ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১১:১১ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় পরিষদ চত্বর থেকে চাটারবাগ ডোয়াইপাখরী পর্যন্ত ৫ কিলোমিটার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন- ২০২১’ দৌড় অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কাটা ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারীদের মাঝে সম্মান সূচক ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান আনুষ্ঠানিক ভাবে ম্যারাথন উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি)তানভীর ফরহাদ শামীম, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মাঝে আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন সিকদার, মাহবুব উদ্দিন সেলিম, যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমীর হামজা সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।