কুষ্টিয়ায় জাতীয় মানবাধিকার সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৬:২৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা মার্চ সকালে কুষ্টিয়া কমিটির আয়োজনে চিলিস ফুড পার্কের কনফারেন্স রুমে "অধিকারের কথা বলি" শ্লোগানে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজাউল করিম, বিশেষ অতিথি সময়ের কাগজ এর ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু ও কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধীমান।
কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়ে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শাহরিয়া ইমন রুবেল। তিনি বলেন, মানবাধিকার সমিতি কোন ব্যক্তি বা দলের নয়। এটা একেবারেই অরাজনৈতিক সংগঠন। প্রত্যেকেই আমরা কোনও না কোনও দলের প্রতি দুর্বল হতে পারি কিন্তু এই সংগঠনে এসে এগুলো প্রকাশ করার কোনো সুযোগ নাই। এই সংগঠন মানুষের অধিকার রক্ষায় কাজ করে এবং ভবিষ্যতে করে যাবে।
আলোচনায় প্রধান অতিথি অধ্যক্ষ রেজাউল করিম বলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া কমিটি গঠন করার পর থেকেই এই সংগঠনটি মানুষের অধিকার রক্ষায় নিরলস ভাবে কাজ করে চলেছে। এই সংগঠনটির কার্যক্রমগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বিশেষ অতিথি, সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু বলেন, দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বেশ ভালো হলেও, চলমান সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের উপর পাশবিক নির্যাতন নিঃসন্দেহে অমানবিক। সাংবাদিকরা জাতির বিবেক। আজ সাংবাদিকদের জন্য দেশের আনাচে কানাচে পড়ে থাকা সংবাদ মানুষ ঘরে বসেই জানতে পারছে।
উন্নত-দেশ হতে গেলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা খুবই জরুরী। প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিকট অনুরোধ, জরুরী ভিত্তিতে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই সাথে নোয়াখালীতে সাংবাদিক বুরহান হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
কুষ্টিয়া পৌরসভার ০২নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধীমান বলেন, আমাদের প্রত্যেককেই অধিকার রক্ষায় সচেতন হতে হবে। আমি জনগনের সেবক। অধিকার বঞ্চিত মানুষের জন্য আমিও কাজ করছি। মানুষের অধিকার রক্ষায় আমি মানবাধিকার সমিতির সাথে আছি এবং থাকবো। আমি ভালো থাকতে চাই না, আমরা ভালো থাকতে চাই এই হোক আমাদের আগামীর ভাবনা এই বলে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভয়েস অফ কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, সংবাদিক সোহেল টানু, মিঠু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সদস্য মো: কনক, সদর উপজেলা শাখার সভাপতি আবু মনি সাকলাইন এলিন, শহর শাখার সভাপতি তিতাস, সম্পাদক মিলন, সহ- সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক রজনী সহ জেলা, সদর ও শহর শাখার অনান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতার একই দিনে জন্মদিন হওয়ায় জাতীয় মানবাধিকার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা কে সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ।