সিরাজগঞ্জে আবারও নবজাতক চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১১:০৩ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চারদিনের ব্যবধানে সদর হাসপাতালের পর সিরাজগঞ্জে আবারও নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।
এবার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলচত্ত্বরে অবস্থিত শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে ১ দিনের নবজাতক শিশু চুরি হয়েছে।
গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
শিশুটি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুন দম্পতির প্রথম ছেলে সন্তান।
হাসপাতালের ব্যবস্থাপক জাকির হোসেন ও বাবা আব্দুল মাজেদ জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন সবিতা। বেলা ১১টার দিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন তিনি।
প্রসূতি বেশ কিছুক্ষণ অচেতন থাকায় শিশুটিকে নানী জয়নব কোলে নেন। এ সময় নবজাতকের কান্না শুনে বোরখা পরা এক নারী জয়নবের সঙ্গে ভাব জমায়। কয়েক ঘণ্টা শিশুটিকে কোলে রাখেন ওই নারী। এক পর্যায়ে জয়নব ওষুধ আনতে গেলে ওই নারী শিশুকে নিয়ে পালিয়ে যায়।
ওসি জিলানী বলেন, 'আমরা ঘটনাস্থলে রয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।'
নবজাতককে দেখতে না পেয়ে হাসপাতালের বিছানায় অসুস্থ মা সবিতা পাগলপ্রায়। যে ভাবেই হোক ছেলেকে উদ্ধার করার দাবি জানিয়েছেন তিনি।
এর চার দিন আগে সিরাজগঞ্জে ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু মাহিম চুরি হয়।