সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ এএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৩৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ, খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সামনের সড়কে শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাদপুর প্রেসক্লাব আয়োজিত আধা ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক এমএ জাফর লিটন, মো. মুমীদুজ্জামান জাহান, আল-আমিন হোসেন, সাগর বসাক, মাসুদ মোশাররফ, জহুরুল ইসলাম, এম এ হান্নান, মির্জা হুমায়ুন, মাহফুজুর রহমান মিলন প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালির কোম্পানীগঞ্জের দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার ৮ দিন পরও খুনিরা গ্রেফতার হয়নি। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি দেয়া হবে। এ মানববন্ধন ও সমাবেশে শাহজাদপুরের সকল সাংবাদিক অংশ নেন। এ মানববন্ধন ও সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে শাহজাদপুর সহ দেশব্যাপী সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেছে।