রায়পুরে বিএনপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৭ এএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১০:২৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানীর বাসার সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও প্রার্থীসহ দলের নেতাকর্মীদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
এ ঘটনায় এবিএম জিলানী জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়পুর সহকারি কমিশনার ভূমি আক্তার জাহান সাথী ও ওসি আবদুল জলিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
এবিএম জিলানী অভিযোগ করেন, রায়পুর বাজারের ধানহাটায় সহকারী কমিশনারের (এসিল্যান্ড) কার্যালয়ের সামনে তার নিজস্ব বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার সকাল ১০টার দিকে এই বাসার সামনে রাস্তায় প্রতিদ্বন্ধি প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটের একদল কর্মী পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। নির্বাচনের দিন তিনিসহ (বিএনপির প্রার্থী) দলীয় নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত না থাকতে হুমকি দিয়ে মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক তিনি রায়পুর নির্বাচন কার্যালয়, পুলিশ ও ম্যাজিষ্ট্রেটকে ফোনে জানান। এরপর এ্যাসিল্যান্ড ও ওসির নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকের খোসা সংগ্রহ করে নিয়ে যান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার জাহান সাথী ও ওসি আবদুল জলিল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছেন সেখানে পটকা ফোটানো হয়েছে। পটকার খোসাও উদ্ধার করা হয়। পরিস্থিতি শান্ত করে উভয়পক্ষের লোকদের ঘটনাস্থল থেকে বিদায় করা হয়েছে।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট মুঠোফোনে জানান, তাকে হেয় করার জন্য প্রতিপক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা নিজেরা ছাঁদ থেকে ককটেল মেরে আমার লোকের উপর দোষ চাপাচ্ছে।
জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বাসার সামনে ককটেল বিস্ফোরণ ও তাকেসহ দলের নেতা কর্মীদের অবরুদ্ধ করে রাখার বিষয়ে বিএনপির প্রার্থী মুঠোফোনে অভিযোগের বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী রবিবার (২৮ ফেব্রুয়ারী) রায়পুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা এবং বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানী ধানের শীষ প্রতীকসহ ৬ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।