ময়মনসিংহের ভালুকায় গাছের নীচে চাপা পড়ে দু’জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৩৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
উপভোগ করার কথা ছিল লালন ভাব সঙ্গীত। শতবর্ষী একটি মরাগাছ ভেঙ্গে গায়ের উপরে পড়ায় লাশ হয়ে বাড়ী ফিরল দুই কাঠমিস্ত্রি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে বাজার সমিতির আয়োজনে বার্ষিক পিকনিক ও রাতে লালন ভাব সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন ছিল। দিনের কাজ শেষে রাতে অনুষ্ঠানস্থলে এসে চেয়ারে বসে অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছিল মল্লিকবাড়ী গ্রামের শহীদ ও পার্শ্ববর্তী গুবুদিয়া গ্রামের নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন। পেশায় তারা কাঠমিস্ত্রি। বসে বসে সাউন্ড সিস্টেমে গান শুনছিল তারা। সাউন্ডের বিট এলাকা কাঁপিয়ে তোলে। এক পর্যায়ে পাশেই থাকা একটি মরা আমগাছ গোঁড়া থেকে ভেঙ্গে গিয়ে তাদের উপর পড়ে। এতে গুরুতর আহত হলে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর নাসির উদ্দিন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর শহীদ মারা যায়। রাতেই পরিবারের স্থানীয়রা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়। আজ শুক্রবার সকাল ১১টায় মল্লিকবাড়ী শহীদ নাজিম উদ্দিন স্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাদের লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়দের অভিযোগ বাজারের বেশ কিছু গাছ মরে থাকার পরও তা কাটা হচ্ছেনা। সময়মত গাছ গুলো কাটা হলে এ দুর্ঘটনা এড়ানো যেত। আকস্মিক দুর্ঘটনায় তাৎক্ষনিক রাতের অনুষ্ঠান বাতিল করে বাজার সমিতি।