সোনারগাঁয়ে দুস্থ পরিবারের মাঝে রুপায়ন গ্রুপের মাংস বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ এএম, ২৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৫২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী বিভিন্ন এলাকায় সেবামূলক কাজের জন্য প্রায়ই শোনা যায় রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল নাম। তিনি সব সময়ই সাধ্যমতো চেষ্টা করেন হতদরিদ্র, অসহায় মানুষের পাশে থাকতে। কারো বিপদের কথা শুনলেই বাড়িয়ে দেন সাহায্যের হাত।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারদী ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ্ হাফিজিয়া মাদ্রাসায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল এর উদ্যোগে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জহিরুল হক দশটি এতিমখানা ও শতাধিক পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেন।
এ সময় রিক্সা করে ছয়টি গ্রামে নাগ পাড়া, হাড়ী পাড়া, ছন পাড়া, মিশ্রী পাড়া, দাষ পাড়া, মারকুন্ডী পাড়া ও দশটি এতিমখানাসহ হতদরিদ্র, অসহায় ব্যক্তিদের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জহিরুল হক বলেন, রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বারদী ইউনিয়নে এ দূর্যোগময় সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন।
এ সময় তিনি বলেন "যতদিন বেঁচে আছি, মানুষের জন্য কাজ করে যাবে"। তিনি আরোও বলেন, এতিম দরিদ্ররাও মানুষ, মানুষ হিসেবে তাদের পাশে আমাদের সকলেরই দাড়ানো উচিত। দরিদ্রদের মধ্যে বিভিন্ন সামগ্রী দেয়া অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বারদী বাজার ব্যাবসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হক, বারদী বাজার মার্কাস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মো.মাওলানা শামীমুল ইসলাম সহ রুপায়ণ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী, বারদী বাজার মোহাম্মদ উল্লাহ্ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ প্রমূখ।