সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ এএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসব ২০২১ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টায় ফাউন্ডেশনের লাইব্রেরির সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুস্তাফা মুন্না, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ এর সভাপতিত্বে মাসব্যাপী লোকজ উৎসব ২০২১ আগামী ১ মার্চ থেকে শুরু হওয়া মেলা ৩০ মার্চ পর্যন্ত মাসব্যাপী চলবে।
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য প্রতি বছর আয়োজন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।