কাপাসিয়ায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ এএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাসটেনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়্যাটিভস (এসডিআই) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ অবহিতকরণ সভা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সাসটেইনেবল ডেভলপমেন্ট ইনিশিয়্যাটিভ নির্বাহী পরিচালক তৈয়বা খানম, সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়্যাটিভ (কর্মসূচি) পরিচালক মোর্শেদ আলী খান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক সহকারী পরিচালক মোঃ আলী আকবর, জেলা প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মোনায়েম, প্রোগ্রাম হেড রেজাউল হক, মনিটরিং প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম, ঢাকা সার্প এর নির্বাহী পরিচালক আবুল হাসান, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা আমিন, সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, এসএম ফাতেমা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান জামান বাবলু, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার প্রমুখ ।