কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চলছে শেষ মূহুর্তের প্রচারনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:০৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আসন্ন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির-২০২০-২১ নির্বাচন নিয়ে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। প্রার্থী-সমর্থকদের জনসংযোগ আর প্রচারনায় মুখরিত সমিতি ভবন।
আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ১৭ সদস্যের প্যানেলে সভাপতি পদে প্রার্থী এ্যাডঃ আব্দুল মান্নাফ ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী এ্যাডঃ মাহাতাব উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনজীবী সমিতি ভবন ঘুরে দেখা গেছে, প্রতিটি প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রচারণা চালাচ্ছেন আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে নির্বাচনি প্রচারনায় অংশ গ্রহন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
তিনি এ সময় প্যানেল পরিচিতি, সভাপতি এবং সাধারণ সম্পাদকের ব্যক্তিগত পরিচিতি, বারের অতীতের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান ও নির্বাচনে জয়ী হলে উন্নয়নের প্রতিশ্রুতির লিফলেট বিতরণ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আনছার আলী, কমিশনার দু’জন হিসেবে থাকবেন এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন, এ্যাডভোকেট কে.এম আব্দুর রউফ, প্রধান আপীল কমিশনার হিসেবে থাকবে এ্যাডভোকেট মসলেম উদ্দিন, আপীল ট্রাইবুনাল কমিশনার দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম, এ্যাডভোকেট সুধির কুমার শর্মা।
নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির এর কার্যালয়ে সকাল নয়টা ত্রিশ মিনিট হতে বিকাল তিনটা ত্রিশ মিনিট প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে। তারপর গননা শেষে ফলাফল ঘোষনা করা হবে।