ভাষা শহীদদের প্রতি মানবাধিকার সমিতি কুষ্টিয়ার শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ এএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৩৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন- প্রিন্সিপাল রেজাউল করিম, দিশাব সভাপতি আশরাফউদ্দিন নজু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সহ-সভাপতি অর্পণ মাহমুদ, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ), প্রচার সম্পাদক এস.এম জামাল, উপজেলা শাখার সভাপতি আবু মনি সাকলাইন এলিন, শহর শাখার সহ-সভাপতি আব্দুল বারেক প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল রেজাউল করিম।
তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম। একুশ মানেই হলো- পরাশক্তির কাছে মাথা নত না করা। একুশ একটি বিদ্রোহ, বিপ্লব ও সংগ্রামের নাম। 'একুশ' হল মায়ের ভাষায় কথা বলার জন্য রাজপথ কাপানো মিছিল, স্লোগান, আন্দোলনে মুখরিত একটি মুহূর্ত।
বিশেষ অতিথির বক্তব্যে দিশাব সভাপতি আশরাফউদ্দিন নজু বলেন, এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্তে পিচ ঢালা রাজপথে সিক্ত করে মায়ের ভাষায় কথা বলার অধিকার কে আদায় করেছে পশ্চিমা শাসক গোষ্ঠীয় কবল থেকে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এদেশের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যবহ দিন। আর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই বাংলার স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটে এবং শোষণ ও পরাধীনতার শৃংখল থেকে মুক্ত হয় এদেশ ও জাতি।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় আরো অংশগ্রহন করেন- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ), প্রচার সম্পাদক এস.এম জামাল, উপজেলা শাখার সভাপতি আবু মনি সাকলাইন এলিন।