দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৪৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটির শুরুতেই রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য এ্যাডভোকেট আঃকাঃমঃ সরোয়ার জাহান বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোলানী খাতুন আলেয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, ওসি জহুরুল আলম।
এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এ উপলক্ষে সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আঃকাঃমঃ সরোয়ার জাহান বাদশা।
এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী।