সীতাকুণ্ডে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১১:১১ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সীতাকুণ্ড উপজেলা প্রাশাসনের উদ্যগে অমর ২১ ফেব্রুয়ারি শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানন হয়।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম সীতাকুণ্ড মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
এইদিকে সকাল ১০টায় সংসদ সদস্য আলহাজ্জ দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, এবং দুপুর ১২ টার সময় শহীদ মিনারে বিএনপির আহব্বায় ডাক্তার কমল কদর ও যুগ্ন আহব্বায়ক জহুরুল আলম জহুর এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করেন।
সকাল ১০টায় উপজেলা মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা অফিসার শহিদ মিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান এস এম আল মামুন, ভাইস চেয়ারম্যান জয়নাব বিবি জলি, আ ম ম দিলশাদ, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল কামাল, ওসি আবুল কালাম আজাদ, বাঁশবাড়িয়া আওয়ামীলীগের সভাপতি অরিফুল ইসলাম রাজু, তাজুল ইসলাম নিজামী, মুরাদ কমিশনার প্রমুখ।
বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এছাড়া ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ আব্দুল মতিন, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন, সোনাইছাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহম্মদ, ১০ নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, মহাসিন জাহাঙ্গীর, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন নিজামী, রেহান উদ্দীন রেহান, তাজুল ইসলাম নিজামী, পৌরসভার মেয়র বদিউল আলম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।