জয়পুরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটে একুশে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ০১ মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি,বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান।