বিচারক বহনকারী গাড়ীতে ধাক্কা দিলো যাত্রীবাহী বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় যাত্রীবাহী গড়াই পরিবহনের একটি বাস বিচারক বহনকারী মাইক্রোবাসের পেছন দিকে ধাক্কা দেয়।
গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এতে হতাহতের তেমন কোন ঘটনা ঘটে নাই। বিচারক বহনকারী মাইক্রোবাসটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় বাসের হেলপার ও বাসটিকে আদালতের হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মত সকালে বিচারকদের বাসা থেকে আনতে যায় মাইক্রোবাসটি। বাসা থেকে আদালতের পথে রওনা হলে মজমপুরে গড়াই (ঢাকা মেট্রো-ব-১১-০৪৫৭) বাসটি বিচারক বহনকারী মাইক্রোবাসটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সামান্য আহত হন মাইক্রোবাসে থাকা বিচারক সদস্যরা।
তবে মাইক্রোবাসের পিছনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিচারক বহনকারী মাইক্রোবাসে থাকা পুলিশ সদস্যরা তৎক্ষনাত বাসটিকে আটক করে।
আটককৃত চালককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে বাসের চালক নয় হেলপার এবং তিনিই গাড়ীটি চালাচ্ছিলেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে হেলপার ও গাড়ীটিকে আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান কুষ্টিয়া মজমপুর এলাকায় বিচারকের গাড়ীকে ধাক্কা দেয় গড়াই নামক একটি বাস। পরে স্থানীয় ও পুলিশদের সহায়তায় বাস ও হেলপারকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন আদালত। আদালত যদি ক্ষতিপূরণ চায় তাহলে ক্ষতিপূরণ নিবেন, ক্ষতিপূরণ না নিয়ে আইনের আশ্রয় নিবেন।