পাইকগাছায় জিসিএ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:২৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার ও গ্রীণ ক্লাইমেট ফান্ড এর যৌথ অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহায়তায় অত্র উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মাহমুদ আলী। প্রকল্প উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ইউএনডিপি ডিসিএ প্রকল্প সমন্বয়কারী আলমগীর হোসেন, ওসি অপারেশন দেবাশীষ দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি এসএম এনামুল হক, চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, প্রকৌশলী হাফিজুর রহমান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, শাওন আহমেদ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, তথ্য আপা তন্বী দাশ।
কর্মশালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জিসিএ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন ও প্রকল্পটির সফল বাস্তবায়নে সকলে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।