সড়কে নিহত ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ এএম, ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৪৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশের বিভিন্নস্থানে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। নিহদের মধ্যে গাইবান্ধায় ৩ মোটরসাইকেল আরোহী, জামালপুরে যুবক, ফরিদপুরের ভাঙ্গায় চালক, রংপুরের কাউনিয়ায় বৃদ্ধ, ময়মনসিংহের ভালুকায় মোটর সাইকেলের ২ আরোহী, চাঁপাইনবাবগঞ্জে ২ শিক্ষার্থী, যশোরে ট্রাকের ধাক্কায় হেলপার ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুবক নিহত হয়েছেন।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা সড়কে একঢালা বটগাছ নামকস্থানে আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাইল পোস্টে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইল পোস্টে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলো- মোজাফ্ফর রহমানের ছেলে সুমন মিয়া, শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ ও সাকিব হোসেন। তারা সকলেই বগুড়া শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুর আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক জন। বুধবার রাত ১০টার দিকে খোশালপুর কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদচর গ্রামের আজাহার আলীর ছেলে নুর আলম ওই দিন নিজের অটোরিকশা চালিয়ে তার বন্ধুদের নিয়ে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। রাতে লাউচাপড়া থেকে অটোরিকশা নিয়ে বাড়িতে ফেরার পথে খোশালপুর খাটাখালি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয়রা এ সময় মারাত্মক আহত নুর আলম ও তাজু মিয়াকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন এবং তাজু মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহতের ঘটনা সত্যতা স্বীকার করেছেন।
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে ট্রাকের সাথে মাছ বোঝাই ভ্যানের সংঘর্ষে এর চালক আল আমিন (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার সকালে বিশ্বরোড থেকে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ট্রাকের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়।
রংপুর : কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃধবার রাতে মধুপুর-নব্দীগঞ্জ সড়কে শিবু মানাষ পাড় বাজারের কাছে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় শিবু কানিপাড়া গ্রামের নবির উল্ল্যা দেওয়ানির পুত্র লিয়াকত আলী (৬৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘাতক ট্রলি পাশের খালে পরে থাকলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ : ইউটার্ন নেয়ার সময় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দু’আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার সিডস্টোর তালতলী এলাকায়। ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি তৈমুর আলী জানান, ঘটনার সময় ঢাকাগামী সাবিহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো ব- ১২-০৫৯১) দ্রুতবেগে ইউটার্ন পার হওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলটির পিছনে থাকা উপজেলার বাশিল গ্রামের হাজ্বী নুরুল ইসলামের পুত্র আব্দুল হামিদ কারী (৫০) মারা যায়। মোটরসাইকেলের চালক মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের পুত্র জাকির হোসেন (২০) কে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার রয়েছে পলাতক। বিধ্বস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানায়, কিছুদিন পূর্বে ’পাঠাও বাহী’ হিসেবে মোটরসাইকেলটি নিহত জাকিরকে কিনে দিয়েছে তার ভাই।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মহানন্দা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মোস্তাফিজুর রহমান (২০) ও মিল্কি মহল্লার মিনারুল ইসলাম (২০)। তারা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকাল সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী ইনস্টিটিউট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় শিবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। তিনি আরও জানান, স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
যশোর : দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাকের ধাক্কায় পীযূষ চন্দ্র (২৮) নামে একজন হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হন ট্রাকচালক রাজিব হেসেন (২৫)। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে যশোর শহরতলির রাজারহাট ফুয়েল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত পীযূষের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তিনি বগুড়া সদরের বাগদি আদমদীঘি এলাকার উত্তম চন্দ্রের ছেলে। আহত রাজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নওগাঁ সদরের রাজনগর গ্রামের মো. বাবুর ছেলে। যশোর দমকল বাহিনীর ফায়ার ফাইটার শিমুল হোসেন বলেন, ‘ভোরে খবর পাই, রাজারহাটে সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী আরেকটি একটি ট্রাক ধাক্কা দিয়েছে। ট্রাকের চালক ও হেলপার আহত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই।’ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস সার্জারি ওয়ার্ডের চিকিৎসক বজলুর রশিদ টুলুর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দুর্ঘটনায় আহত পীযূষ চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। আহত রাজিবের অবস্থাও আশঙ্কাজনক।’ যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।’
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেল মিয়া পাইকের ছড়া ইউনিয়নের চর পাইকেরছড়া গ্রামের মওলানাপাড়া এলাকার মুকুল মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের বিবরণে জানা যায়, রাসেল মিয়া কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়কের দেওয়ানের খামার সাহা ফিলিং ষ্টেশনের পাশ দিয়ে অটোরিকশাযোগে ভূরুঙ্গামারী বাজারে আসছিল। এসময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০২২০৮) অটোরিকশাকে ধাক্কা দিলে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার নিচে পরে ঘটনাস্থলেই সে মারা যায়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।