লাউ গাছের সাথে শত্রুতা, লাউ চাষীর মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে সামান্য কথা কাটাকাটি নিয়ে প্রায় এক একর জমির লাউ গাছ এবং ধরত্ন লাউ কেটে ফেলেছে দূর্ববৃত্তরা।
গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, নি:স্ব হয়েছে গরীব চাষী মো. চুন্নু মিয়ার ছেলে টুকু মিয়া (৫৫)।
স্থানীয়রা জানান, টুকু মিয়া ৫ শতাং জমির উপর ৫ টি সন্তান নিয়ে একটি ছোট টিনের ঘরে বসবাস করে, কোনমতে পরের ক্ষেতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে আসছিলো। প্রতিবেশি কাঞ্চু মিয়া, মান্নান মিয়া, বাদল মিয়া এদের তিন ভাইয়ের ৮৫ শতাংশ জমি লিজ নিয়ে এনজিওর ঋনের টাকায় লাউয়ের ক্ষেত করছিলো।
পাশেই কাঞ্চু মিয়া গংদের ভিটি জমি পরিত্যক্ত ছিলো সেখানে স্থানীয় কয়েক যুবক ক্রীকেট খেলার মাঠ তৈরি করে খেলছিলো। এতে ক্রিকেটের বল ছুড়লে জালি লাউয়ে লেগে পঁচে যেত লাউ, এই কারনে তাদের খেলতে বারন করেন ওই কৃষক, খেলতে বারন করায় ক্ষিপ্ত হয়ে রাঁতের আধাঁরে লাউ গাছ ও ধরত্ন লাউ কেটে ফেলে তারা। এতে ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
টুকু মিয়া অভিযোগ করে বলেন, আমার লাউয়ের ক্ষেতের পাশে যে পতিত জমিটা সেটাও এ বছর আমি লিজ নিয়েছি, ওদেরকে খেলতে বারন কেন করলাম? এই কারনে আমার এতো বড় ক্ষতি করেছে ওরা। আমার সহায়সম্বল যা ছিলো সব দিয়ে এই ক্ষেতে তৈরি করেছিলাম। এখন আমি ৫ টি সন্তান নিয়ে কিভাবে জীবন চালাবো, আর কি দিয়ে এনজিও ঋনের টাকা পরিশোধ করবো।
একই গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে, মিরান (২৫) এর নেতৃত্বে ফেলা মাতুব্বরের ছেলে, আমির (১৯), মোস্তফার ছেলে নাঈম (২০) সহ অজ্ঞাত আরও ১০-১২ জন মিলে এই কাজ করেছে বলে আমার ধারনা। আমি এর ক্ষতি পূরণসহ সমাজের কাছে বিচার দাবি জানাই।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত গোলদার বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহন করা হবে।