বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিবাদ ও নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ এএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:২১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর গতকাল রাতের আঁধারে আওয়ামী মদদপুষ্ট স্থানীয় পরিবহন শ্রমিক কর্তৃক হামলার ঘটনায় চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
উল্লেখ্য যে, সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য মতে, গতকাল ববি'র দুই শিক্ষার্থীকে বাস শ্রমিকেরা মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে রূপাতলী আন্তঃজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক অবরোধের জের ধরে পরিবহন শ্রমিকরা এই ধৃষ্টতাপূর্ণ হামলা চালায়।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে, আধুনিক শিক্ষা-প্রগতির এই একবিংশ শতাব্দীতে দাড়িয়ে, শিক্ষা-সংস্কৃতির ধারক ও বাহকদের উপর এহেন কাপুরুষোচিত হামলা মধ্যযুগীয় বর্বরতাকে নিঃসন্দেহে হার মানিয়েছে। আজ দেশের ছাত্রসমাজ তাদের নিরাপদ আশ্রয় প্রিয় ক্যাম্পাসকে ভুলতে বসেছে; তারা সর্বত্র অনিরাপদ হয়ে পড়েছে। এই অন্ধকারের দিশা খুঁজে পাওয়া যায় কেবলই জাতীয়তাবাদী ছাত্রদলের কালোত্তীর্ণ স্লোগান- শিক্ষা, ঐক্য, প্রগতিতে। রাষ্ট্র ও সমাজব্যবস্থায় শিক্ষা ও প্রগতি চলতে পারে ভিন্ন ভিন্ন সাংঘর্ষিক পদ্ধতিতে অসংখ্য উপায়ে। কিন্তু একমাত্র ঐক্যই পারে সকল ভেদ ভুলে অভেদ প্রতিষ্ঠা করতে। নেতৃদ্বয় ছাত্রসমাজেকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানোর সাথে সাথে সরকার বাহাদুরের উদ্দেশে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এভাবে জোরকরে, জাতীয় ঐক্য বিনষ্ট করে আর কতদিন! ঐ যে পতনের আওয়াজ শোনা যাচ্ছে; একটু কান খাড়া করে শুনে নে! পতন অবশ্যম্ভাবী; খানিক সভ্যতা ও মানবিকতার অনুশীলন করে নে।
নেতৃদ্বয় অবিলম্বে স্বার্থান্বেষী মহলের এই বর্বর মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের শাস্তি ও নিরপরাধ শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবী জানান।