শহীদ লোকমান হোসেনসহ পাঁচ জাসদ নেতার ২২তম মৃত্যু বার্ষিকী উৎযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৩৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বীর মুক্তিযোদ্ধা শহীদ লোকমান হোসেন সহ পাঁচ জাসদ নেতার ২২তম মৃত্যু বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার লোকমান হোসেন ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন লোকমান হোসেন ফাউন্ডেশন এর সভাপতি নিজাম উদ্দিন কবিরাজ।
লোকমান হোসেন ফাউন্ডেশনের নিবাহী পরিচালক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকর হাসু, কুষ্টিয়া জেলা জাসদের (রব) সভাপতি মিজানুর রহমান মির্জা ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, কুষ্টিয়া মুুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক যগ্ম আহবায়ক লুৎফর রহমান, এ্যাড. তোফাজ্জেল হোসেন, খন্দকার ফরিদ, লোকমান হোসেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, ব্যবসায়ী লালু কবিরাজ, আঃ হান্নান কবিরাজ, আবুল মন্ডল, মাসুদ কবিরাজ, প্রভাষক সামসুল ইসলাম ও এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর ।
স্মরন সভা শেষে শহীদ লোকমান হোসেন সহ পাঁচ জাসদ নেতার আত্মর শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
পরে কোরআন তেলাওয়াত, হামদ নাত ও উপস্থিত বক্তৃতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করনে অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী একটি সভা চলার সময় ব্রাশ ফায়ারে জাতীয় সমাজতান্দ্রিক দল- জাসদের পাঁচজন নেতা সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।
দলটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ ছাড়াও নিহত হন তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরায়েল হোসেন এবং শমসের মণ্ডল।
হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়।