চতুর্থ দফায় ভাসানচরের পথে ২ হাজার রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০১:৫১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চতুর্থ দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ২ হাজার ১০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হচ্ছে।
আজ সোমবার সকালে চট্টগ্রামের বোট ক্লাব থেকে তাদের নিয়ে রওনা হয়েছে নৌবাহিনীর ৫টি জাহাজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোহিঙ্গারা সকাল ৬টা থেকে জাহাজে উঠতে থাকেন, শেষ হয় ১০টা নাগাদ। এরপর যাবতীয় কাজ সম্পন্ন করে ভাসানচরের উদ্দেশে রওনা দেয় জাহাজগুলো।
জানা যায়, চার ভাগে এ দফায় মোট ৪ হাজার রোহিঙ্গার ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী, প্রথম ধাপে গতকাল দুপুরে ২২টি গাড়িতে ১ হাজার ১৫২ জন রোহিঙ্গা উখিয়া ক্যাম্প থেকে চট্টগ্রামে আসেন। দ্বিতীয় দফায় ১৭টি গাড়িতে বেলা সোয়া ৩টায় চট্টগ্রাম যায় আরো ৮৬২ জন।
এ ধাপে আরো দেড় হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান কর্মকর্তারা। তারা জানান, এর আগে তিন দফায় ৬ হাজার ৬৮৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে জাহাজে করে ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা। দেশবাসী ও সারা বিশ্বকে জানিয়েই রোহিঙ্গাদের স্থানান্তর করা হচ্ছে।