ধুনটে আ’লীগের দু পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা : গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ এএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:২০ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার ধুনট উপজেলার আওয়ামী লীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দয়েছে। এক পক্ষের মামলায় পৌরসভার মেয়র এজিএম বাদশাহসহ ১৫ জন এবং অপরপক্ষের মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক দুটি মামলার এজাহাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পশ্চিম ভরণশাহী গ্রামের ইকবাল হোসেন রিপন (৩০) ও অফিসারপাড়ার আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন (৪৫)। রবিবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ধুনট পৌরসভা নির্বাচনের পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দু ভাগে বিভক্ত হয়ে পড়ে। গত শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সড়কে ওই দু পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট- পাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে একপক্ষ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অপরপক্ষে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা বলেন, পৃথক দুটি মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।