কুষ্টিয়ায় হত্যা মামলার আসামীদের ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে শত্রুতাবশত ঘরে আগুন লাগিয়ে ৫ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত ৯ টার দিকে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
ভুক্তভোগী পরিবারের আইয়ুব আলী জানান গত ২৫ জানুয়ারী বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম ওরফে সবুরের লাশ সরিষা ক্ষেত থেকে পাওয়া যায়। এঘটনায় মৃত সবুরের বড় ছেলে মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন।
মামলার পর থেকে সবুরের ছেলে পিয়াস, জাহিদের ছেলে সাহেদ, জুলহাসের ছেলে আলহাজ, আইনুদ্দিনের ছেলে ইউনুস, রুস্তমের ছেলে মামুন, আতিয়ার, জহুরুল ও মনিরুল সহ বেশ কয়েকজন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন।
গত শুক্রবারে প্রায় ১০ টি বাড়ির বিদ্যুৎতের মিটার ভেঙে দেয় এবং গতরাতে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান আগুনে বসত ঘর পুড়ে গেছে। এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।