চাঁদপুর জাহাজে সেভেন মার্ডার : ক্ষোভ থেকে কুপিয়ে হত্যা ইরফানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:০২ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তদন্তের ৪৮ ঘণ্টার মধ্যেই সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সেভেন মার্ডার ঘটনার রহস্যের জট খুলেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলছেন, ডাকাত নয়, জাহাজে থাকা আকাশ মণ্ডল ইরফান এই ঘটনার মূলহোতা।
কর্নেল মুনীম ফেরদৌসের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে।
এর আগে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।