কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৭ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:৫০ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কোন্দলে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) হত্যার শিকার হয়েছেন।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
বায়েজীদ মঙ্গলবার পৌরসভার সামনে এসে আমিনুলকে খোঁজাখুঁজি করছিলেন।
এসময় আমিনুলের অনুসারী হিসেবে পাভেলকে তারা মারধর করে।
পরে স্থানীয়রা পাভেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, বায়েজীদ রূপগঞ্জের নেতা দীপু ভূঁইয়ার অনুসারী। অন্যদিকে আমিনুল হলেন কাজী মনির গ্রুপের নেতা।
নিহত পাভেল স্থানীয়ভাবে জনপ্রিয় নেতৃত্ব ছিলেন। স্বৈরাচার হাসিনার দুঃশাসনের সময় বহু নির্যাতনের শিকার হয়েছেন পাভেল।