জাহাজে ৭ খুন: চাঁদপুরে অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৯:১৫ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী এমভি আল বাখেরা জাহাজে সাতজনকে হত্যা করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে হাইমচর থানায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। মামলায় অপর জাহাজ এমভি মুগনির মাষ্টার বাচ্চু মিয়াসহ ৯ জনকে স্বাক্ষী করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, এমভি আল বাখেরা জাহাজটি গত রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের কাফকো সার কারখানার জেটি থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশে যাত্রা করে। জাহাজে ৯ জন স্টাফ ছিলেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে জাহাজটি দেখতে পান এমভি মুগনির মাষ্টার বাচ্চু মিয়া। সেখানে তিনি জাহাজের সাতজনকে মৃত অবস্থায় এবং একজনকে অর্ধমৃত অবস্থায় পান।
মাস্টার বাচ্চু মিয়া জাহাজের মালিককে বিষয়টি জানালে কোস্ট গার্ড ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। এখনও একজন স্টাফ নিখোঁজ রয়েছেন। নিহতদের প্রত্যেকের মাথা, গলা ও মুখমণ্ডল আঘাতের চিহ্নে রক্তাক্ত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড তদন্তে শিল্প মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি চাঁদপুর জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌপুলিশও আলাদাভাবে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ঘটনার কোনো কিনারা করতে পারেনি এবং কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে।
নৌযান শ্রমিকরা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সরকারের কাছে আল্টিমেটাম দিয়েছে।