সাদপন্থি মুয়াজ বিন নূর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১২:১৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
টঙ্গীর ইজতেমা মাঠে চার জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র হিসেবে পরিচিত মুয়াজ বিন নূরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাতে ঢাকার উত্তরা থেকে মুয়াজকে গ্রেপ্তার করা হয়।
তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে ও জেলার আলমি শুরার সাথি।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ জনকে আসামি করা হয়।