মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১১:১৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার দেবিদ্বারে এক মাদক কারবারী দম্পতির অসামাজিক কার্যকলাপ, মিথ্যে মামলা ও হয়রানীর প্রতিবাদে প্রায় তিন শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের মাদক কারবারী দূর্গা ও তার স্বামী সুমন দাশের বিরুদ্ধে আজ শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুম্মা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ খোকন মিয়া, কবির হোসেন, মনির হোসেন, দুধ মিয়া, মাসুম রানা, সাংবাদিক মাহফুজ আহমেদ, জনি ফারুক, সুরুজ মিয়া, মোকবল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, দূর্গা ও তার স্বামী সুমন বিগত সরকারের সময়ে সাইলচর গ্রামে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। গ্রামে অসামাজিক কার্যকলাপ ও মাদক কারবারি বন্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সে সময়ে মানববন্ধনসহ বিভিন্ন ভাবে প্রতিবাদ করে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের বাড়ীতে অভিযান চালায়। অভিযানের সময় অধিদপ্তর মাদক উদ্ধার করলেও স্বামী স্ত্রী দুইজন পালিয়ে যায়৷ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে এই দম্পতির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে। এরপর এলাকায় ফিরে এসে তারা রাজনৈতিক প্রভাবে মাদক কারবার অব্যাহত রাখে।
গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দেবিদ্বার উপজেলার অন্যতম মাদকের এ আখড়াটি ছাত্র জনতা ধ্বংস করে দেয়। আন্দোলনকারীরা এই মাদকের স্পট ধ্বংস করলেও গ্রামের নীরিহ মানুষকে আসামী করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে মাদক কারবারী দূর্গা ও তার স্বামী সুমন দাশ।
মানববন্ধনে বক্তারা দায়ের করা মিথ্যা মামলাটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার এবং মাদক কারবারী ওই দম্পতিকে আইনের আওতায় আনার দাবী জানান।
দিনকাল/এমএইচআর