আরিচায় বিআইডব্লিউটিএ'র ড্রেজিং পাইপে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৫ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:৪১ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
শিবালয় উপজেলার আরিচা ঘাটে বিআইডব্লিউটিএ'র ড্রেজিং পাইপের ফ্লোটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আরিচা ফেরীঘাটের অদূরে ড্রেজার বেইজ অফিসের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, যমুনা নদীর পাড়ে ড্রেজার বেইজ অফিসের সামনে অরক্ষিত ভাবে ফেলে রাখা পাইপের ফ্লোটারগুলো প্লাস্টিকের তৈরি। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ৭০টি পাইপ পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
বিআইডব্লিউটিএ আরিচা ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০টি ফ্লোটার পাইপ পুড়ে গেছে এতে প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালায়।
দিনকাল/এসএস