অসুস্থ বিএনপি নেতা শাহীন আকতারের খোঁজ-খবর নিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৩ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:০০ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের শারিরীক ও চিকিৎসার বিষয়ে খোজ খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ জননন্দিত বিএনপি নেতা শাহীন আকতারের বাসভবনে আসেন তিনি। এসময় মহাসচিব তাঁর শারিরীক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোজ খবর নেন এবং তাঁর সুস্থতায় সকলের দোয়া কামনা করেন। শাহীন আকতার তাঁর অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানান মহাসচিবকে। প্রায় আধাঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। এর আগে মহাসচিব মির্জা ফখরুল বিএনপি নেতা শাহীন আকতারের খোঁজ নিতে বাসায় আসায় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সহ সভাপতি হাফিজ ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুজাল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি খোরশেদ আলম রিপন, যুবদল নেতা খালিদ হাবিব, জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর শাখার সদস্য সচিব হামিদুল ইসলাম সৈয়দপুরের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য গত ৫ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। ওইদিনই শারিরীক পরীক্ষা নিরীক্ষা শেষে মাইনর এ্যাটাকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তাঁকে। সেখানে হাসপাতালের ২য় তলায় কার্ডিওলজি বিভাগের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসার জন্য ভর্তি হন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মাহমুদের চিকিৎসা নেন। পরে তাঁর শারিরীক অবস্থার উন্নতি হলে গত ১০ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় আসেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
দিনকাল/এসএস