ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ এএম, ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:২৩ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
সৌরভ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয় সংগ্রাম কমিটি রংপুর রাজশাহী বিভাগের আহবায়ক প্রহলাদ রায়, শাকিল আহমেদ, আহসান হাবিব প্রমুখ। শিক্ষার্থীদের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার মৌ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের সংগঠক আরিফ।
সমাবেশে বক্তারা বলেন, করোনার সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ফলে সকল স্তরের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। অন্যান্য ক্ষেত্রে অনলাইনসহ বিভিন্নভাবে কিছু ক্লাস করানোর চেষ্টা করা হলেও পলিটেকনিক ইনস্টিটিউটগুলো উপেক্ষিত থেকেছে। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা যখন সমাধান হিসেবে সেশনজট নিরসন, বেতন-ফি মওকুফ, শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া ও ডুয়েটসহ সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ানোর ৪ দফা দাবি নিয়ে আন্দোলন করছে, তখন তাদের উপর রাষ্ট্রীয় বাহিনী শাহবাগে অবস্থানরত ছাত্রদের উপর হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। তারা বলেন, হামলা-মামলা দিয়ে ছাত্র আন্দোলন কখনো বন্ধ করা যায় না। তারা আন্দোলন দমনের পথে না হেঁটে পলিটেকনিক ছাত্রদের সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি দাবি জানান ।
পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীবৃন্দের জাতীয় সংগ্রাম কমিটি রংপুরের উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।