ইউক্রেনে হামলার হুমকি দিল বেলারুশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:৪২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিশেষ সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়াকে প্ররোচিত করেছে ইউক্রেন। এমন অভিযোগ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
আজ বৃহস্পতিবার এমনটা বলেন তিনি। আলজাজিরা ও রুশ বার্তা সংস্থা টাসের প্রতিবেদনে এমনটা জানা যায়।
এ সময় আক্রান্ত হলে রাশিয়ার পাশাপাশি বেলারুশের সশস্ত্র বাহিনীও ইউক্রেনে হামলা চালাবে বলে সতর্ক করেন লুকাশেঙ্কো। রাজধানী মিনস্কে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এমন হুমকি দেন বেলারুশ প্রেসিডেন্ট।
এ সময় লুকাশেঙ্কো বলেন, তাদের (ইউক্রেন ও পশ্চিমা মিত্র) উচিত রাশিয়ার সঙ্গে সংঘাত এড়াতে একটি চুক্তিতে পৌঁছানো। পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মিনস্ক চুক্তির সুবিধা নেওয়ার কথাও উল্লেখ করেন এ রাষ্ট্রপ্রধান।
তিনি বলেন, এখানে কোনো আক্রমণ হয়নি। আমি বিশ্বাস করি এটা রাশিয়ার নিজস্ব স্বার্থ রক্ষার পদক্ষেপ। যারা সেখানে বসবাস করেন তাদের স্বার্থ রক্ষার পদক্ষেপ।
লুকাশেঙ্কো বলেন, যদি আপনারা ইউক্রেনের জন্য শান্তি চান তবে আগামীকালই শান্তির জন্য আলোচনা শুরু করুন, অস্ত্রগুলো এমনিতেই চুপ হয়ে যাবে। কিন্তু আপনারা (পশ্চিমা জোট) সেটা চান না। যুদ্ধ বাড়ার জন্য আপনার দায়ি, মানুষের মৃত্যুর জন্যও। সুতারাং এসব বন্ধ করুন।
লুকাশেঙ্কো জানান ২০২০ সালের শুরুতে পশ্চিমা দেশগুলোর আগে ইউক্রেনই প্রথম বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তিনি বলেন, যুদ্ধ শুরু করার জন্য পশ্চিমাদের কাছে ইউক্রেন একটি অজুহাত ছিল মাত্র।