স্থানীয়দের দাবি পুনরুদ্ধার
শ্রীপুরে সরকারি খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৮ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:২০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে সরকারি লবলং খাল দখল করে স্থাপনা ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে একটি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন একাধিকবার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও, কারখানা কর্তৃপক্ষ নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এই খাল দখল হয়ে গেলে আশপাশের এলাকার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকবে না, দেখা দিতে পারে স্থায়ী জলাবদ্ধতার।
স্থানীয় এলাকাবাসী এবং ভূমি অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের রাথুরা মৌজার সাবেক-৬২০ আর এস ৩৩৩৬ দাগভুক্ত এই সম্পত্তি সরকারি মালিকানাধীন এবং ১নং খতিয়ানভুক্ত। বারতোপা এলাকার বাবুবাজার ব্রিজ থেকে লবলং খালের একটি উপশাখা বিভিন্ন এলাকা পেরিয়ে লবলং খালের মূল শাখার সঙ্গে যুক্ত হয়েছে। তবে অবহেলা এবং স্থানীয় দখলবাজির কারণে খালের এই অংশটি হুমকির মুখে। সম্প্রতি ইউনিয়ন গ্রুপ নামে একটি শিল্পকারখানা খালটি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছে।
খালের পাশের বাসিন্দা রোকসানা আক্তার বলেন, এই খালটি এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ। খালটি আগে থেকেই দখল হতে হতে সংকুচিত হয়েছে, আর এখন পুরোপুরি দখল হয়ে গেলে আমাদের জন্য বড় বিপদ হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা আসকর আলী বলেন, “এলাকার স্বার্থে খালটি পুনরুদ্ধার জরুরী। আমরা চাই, প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এবং খালটি দখলমুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা।”
নির্মাণকাজ পরিচালনাকারী ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, “আমরা এখানে জমি কিনে নির্মাণ কাজ করছি। স্থানীয়রা যেভাবে জমি বুঝিয়ে দিয়েছে, আমরা সেভাবেই কাজ করছি। ভূমি কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন, তবে কোনো নির্মাণ বন্ধের নির্দেশনা দেননি।”
অন্যদিকে মাওনা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব বলেন, “আমরা খালের ওপর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছি। এছাড়াও সীমানা নির্ধারণ করে খালের জমি চিহ্নিত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছি।”
সরকারী খাল দখলের বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল জানান, খাল দখলের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানার পর স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। খাল দখল মুক্ত ও দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দিনকাল/এমএইচআর