ওসি দূরুল হোদার যোগদানের পর
দুর্গাপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মানুষের মাঝে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দুর্গাপুরে ওসি দূরুল হোদার যোগদানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যোগদানের মাত্র দুই মাসের মধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির মোড় ঘুরিয়ে দিয়েছেন দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ দূরুল হুদা।
তিনি গত ৭ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় যোগদানের পর কমে গেছে মাদকের ভয়বহতা, খুন-খারাপি, অপহরণ, চুরি, ছিনতাইসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার সকল শ্রেনীর মানুষ। তার এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের সকল পেশাজীবি জনসাধারন।
সরেজমিনে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে হঠাৎ করেই পাল্টে গেছে দুর্গাপুরের অপরাধ প্রবণতা। পাল্টে গেছে এ উপজেলার দৃশ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
স্থানীয় সচেতন মহল বলছেন, দুর্গাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রয়েছে দুর্গাপুর থানা পুলিশের। বিশেষ করে থানার ওসি মোঃ দূরুল হোদা যোগদানের পর অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ মিলেছে।
দুর্গাপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দুর্গাপুর থানার বর্তমান অফিসার ইনচার্জ যোগদানের দুইমাসের মধ্যেই বদলিয়ে দিয়েছেন উপজেলার আইন শৃঙ্খলার চিত্র।
দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার পুলিশী তৎপরতা জোরদার থাকায় অতীতের তুলনায় অপরাধ কর্মকান্ডের সংখ্যা এখন অনেক কম। দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হিসেবে দুরুল হক যোগদানের পর থেকে পুলিশের অভিযানের মুখে ভয়ংকর দাগী অপরাধীরা এলাকা ছাড়া হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখা দিয়েছে।
থানা পুলিশের নিয়মিত টহলদলের কর্মরত পুলিশ সদস্যরা প্রত্যন্ত গ্রামগুলোয় সার্বক্ষনিক টহল জোরদার করায় ছিচকে চোর ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব উল্লেখযোগ্য ভাবে নাই বললে তিনি জানান।
আইন শৃংখলা পরিস্থিতির এই উন্নতি হওয়ায় সাধারণ মানুষদের মাঝে স্বস্থি ফিরেছে। তিনি যোগদানের পর থেকে থানায় দালালদের দৌরাত্ম একেবারেই নেই । নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রয়েছে অতীতের তুলনায় অনেক বেশি। ডাব্লু এ তামিল করা হয়েছে রের্কড পরিমান। এমন সাহসী পদক্ষেপ গ্রহন দুর্গাপুর থানার ওসি মোঃ দূরুল হোদাকে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ দুরুল হোদা বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব। দুর্গাপুর থানাকে সব ধরণের অপরাধমুক্ত ও একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি।
তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকবে। তিনি দুর্গাপুরের সার্বিক আইন শৃংখলা ভাল রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।