লাকসামে শামীম চেয়ারম্যানের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ এএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:২৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুমিল্লা লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের বিরুদ্ধে স্থানীয় একটি চক্রের অপ্রচারের বিরুদ্ধে আজ মঙ্গলবার বিকেলে আজগরা ইউপি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে।
জানা যায়, রবিবার রাতে গোবিন্দপুর ইউপি’র নারায়নপুর গ্রামে এক ওয়াজ মাহফিল ঘিরে স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে সরকার বিরোধী বক্তব্য দেয়াকালে মাহফিলের প্রধান ওয়ায়েজিন মাওলানা হাসিবুর রহমানের ওয়াজ বন্ধ করতে অনুরোধ করলে ওই মাওলানা উপস্থিত অতিথিবৃন্দের কথা না শুনে পুনরায় ওয়াজ শুরু করলে এসময় উভয়পক্ষের মধ্যে বাক-তর্কের এক পর্যায়ে ওই মাহফিল বন্ধ হয়ে যায়। ওই ঘটনা ঘিরে এলাকার কতিপয় একটি চক্র উপজেলার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের বিরুদ্ধে নানাহ ভাবে বিভিন্ন কৌশলে অপ্রচার চালায়। এর প্রতিবাদে আজগরা ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে আমদুয়ার এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে আজগরা বাজার হাজী আলতাফ আলী স্কুল এন্ড কলেজ গেইটে এসে এক প্রতিবাদ সভা করে।
উক্ত প্রতিবাদ সভায় ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার বিল্লাল হোসেন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবু শম্ভূ সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহসান মাওলা, ওমর ফারুক, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মজুমদার খসরু, ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক জামাল হোসেন জুয়েল, ইউপি স্বেচ্ছাসেবকলীগ নেতা মাজহারুল ইসলাম খান বাবলু, মিজানুর রহমান, মাঈন উদ্দিন বাবু, ফরহাদ হোসেন, মোজাম্মেল হোসেন, সাহাদাত হোসেন, যুবলীগ নেতা আবদুল আজিজ, মোশারফ হোসেন ও ছাত্রলীগ নেতা হায়াতুন্নবীসহ ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি বাবু শম্ভু সাহা ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দৌলতগঞ্জ বাজার নোয়াখালী রেলগেইট বঙ্গবন্ধু চত্তর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাহরিয়ার মোড়ে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এছাড়া ওইদিন সন্ধ্যার পর পর উপজেলা শ্রমিকলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।