রায়পুরে গণপিটুনির শিকার ৫ ডাকাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ পিএম, ৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৫৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব চরপাতার খাইল্লাগো পুল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় ৫ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দীর্ঘদিন পাহাড়া দেয়ার পর অবশেষে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন তারা।
গনপিটুনির শিকার যুবকরা হলো, কুমিল্লার লটিয়া গ্রামের আবদুর রবের ছেলে সুমন (২৪), বরিশালের বাকেরগঞ্জের দেউলি গ্রামের তৈবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৯), লক্ষ্মীপুর সদরের মাছিমনগর গ্রামের হোসেন আহাম্মদ ভূঁইয়ার ছেলে বিএম জাকারিয়া ওরফে রাকিব (৪২), গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাজিব মোল্লা (৩০) ও কুমিল্লার তিতাসের বাতাকান্দি গ্রামের হাসিমুলের ছেলে সানাউল (২৫)। ওইসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, গ্রামবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ৫ যুবককে ডাকাতির সরঞ্জাম ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। ডাকাতির প্রস্তুতির মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।