কাহারোলে আগাম জাতের আলু বীজ রোপনে ঝুঁকছে কৃষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ১৫ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:২৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দিনাজপুরের কাহারোল উপজেলায় আগাম জাতের আলুর বীজ রোপনে ঝুঁকে পড়ছে কৃষকেরা। এর ফলে ব্যস্ত সময় অতিবাহিত করছেন এই এলাকার মানুষ।
কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে আগাম জাতের আলুর বীজ রোপন ও জমি তৈরিতে এখন মহাব্যস্ত কৃষক।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর'২৪) উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখেছেন দিনকাল প্রতিনিধি। দেখা গেছে, আগাম জাতের আলুর বীজ রোপনে কৃষকরা সকাল থেকে বিকাল পর্যন্ত দিনমুজুর নিয়ে জমিতে আলুর বীজ রোপন করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫ শত ৫০ হেক্টর জমি। এ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ।
আগাম জাতের আলুর বীজ রোপন করতে দেখা গেছে অত্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজী কাঠনা গ্রামের কৃষক আহসান আলীকে। এবার তিনি ৫০ শতক জমিতে আগাম জাতের আলুর বীজ রোপন করছেন। গত বছরের তুলনায় এবছর আলু বীজের মূল্য অনেক বেশি বলেও জানান তিনি। বর্তমানে বিভিন্ন আড়তে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে আলুর বীজ বিক্রি হচ্ছে।
আগাম জাতের আলু চাষাবাদ করে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে আশা অনেক কৃষকের। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী জানান, আগাম জাতের আলু রোপন করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে আলু রোপন বা চাষের ক্ষেত্রে আবহাওয়া অনুকুলে রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আলু চাষিদের সকল প্রকার সহযোগিতা অব্যহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
দিনকাল/এসএস