দিনাজপুরে ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ; পাচারকারীসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ১৬ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:১০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
দিনাজপুর বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানায় অবৈধভাবে ভারতে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
দিনাজপুর ৪২ ব্যাটালিয়ান বর্ডার গার্ডের (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৬ অক্টোবর ২৪ইং মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) এলাকায় এনায়েতপুর বিওপির সীমান্ত পিলার ৩২১ নং মেইন পিলারের ৯ নং সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ২ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃত ২ জনের মধ্যে ১ জন মানব পাচারকারী এবং ১ জন বাংলাদেশী সাধারণ নাগরিক।
আটককৃতরা হলেন- ধর্মপুর ইউনিয়নের কান্দাপাড়া (সাতদাগ) মোঃ মাসুদ রানা এর ছেলে মানব পাচারকারী মোঃ হেলাল পারভেজ পায়েল (২৭) ও বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত কান্তদের ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০)।
এছাড়াও প্বার্শবর্তী বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর বিওপি’র সদস্যগণ ৩৩১ নং মেইন পিলারের ৫ নং সাব পিলার এলাকা হতে দিনাজপুর সদর উপজেলার বড় বন্দর (চুড়িপট্টি) এলাকার হরিপদ রায় এর মেয়ে ভারতী রাণী রায় (৪৫) কে পৃথকভাবে আটক করে। বুধবার সকালে আটককৃত ৩ জনকে বিরল থানায় মামলা দায়েরপূর্বক সোপর্দ করে।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম- পিএসসি জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বুধবার সকালে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে মানব পাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
দিনকাল/এমএইচআর