সাবেক কৃষিমন্ত্রীর গ্রেপ্তারে ধনবাড়ী ও মধুপুরে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ১৫ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:০৫ এএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক ভোলা রাজধানীর ইস্কাটন থেকে ডিবি’র হাতে গ্রেপ্তার হওয়ায় তার নির্বাচনী এলাকা মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪অক্টোবর) রাতে গ্রেপ্তারের খবরে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং জন-সাধারন ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী বাজারের প্রধান প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক ভোলা’র গ্রেপ্তারের খবরে মধুপুরের ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে আনন্দ মিছিল করেছে মধুপুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতা-কর্মীরাও।
দিনকাল/এসএস