সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ পিএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৪৮ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দীর তিন বছর পূর্ণ দিবসে তার মুক্তির দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার সময় শহরের ইবিরোডস্থ দলীয় অফিসের সামনে জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর দেশের এক ক্রান্তিকালে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া।
তার নেতৃত্বেই বিএনপি একাধিকবার জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পেয়েছেন 'আপোষহীন দেশনেত্রী' ও "গণতন্ত্রের মা" উপাধি পান। সেই আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ কারাবন্দী থেকে গৃহবন্দী।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্ত হলেই তার নেতৃত্বে গণতন্ত্র মুক্তি পাবে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইটের পরিচালনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।