পলাশবাড়ীতে যৌতুকের দায়ে গৃহবধু হত্যা, আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
আমিরুল ইসলাম কবির, পলাশবাড়ী (গাইবান্ধা)
প্রকাশ: ০৮:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:৩৮ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
পলাশবাড়ীতে গর্ভবতী হাওয়া বেগম হত্যার বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
আজ (বুধবার) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইসমিল নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করে রাখে তারা।
জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের দরিদ্র হারুন মিয়া তার মেয়ে হাওয়া বেগমকে প্রায় চার বছর আগে একই ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের সাহেব উদ্দীনের ছেলে জিল্লুর রহমানের সাথে বিয়ে দেন।
বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য স্বামী জিল্লুর রহমান ও পরিবারের লোকজন হাওয়া বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই যৌতুকের দেড় লাখ টাকা বাবার বাড়ী থেকে আনার জন্য জিল্লুর রহমান গর্ভবতী স্ত্রীকে নির্যাতন ও চাপ সৃষ্টি করে।
একপর্যায়ে পরদিন ২১ জুলাই ভোরে হাওয়া বেগমকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। এরপর আত্মহত্যা করেছে বলে স্বামী ও তার পরিবারের লোকজন অপপ্রচার চালায় বলে অভিযোগ হাওয়ার পিতা হারুন মিয়ার।
এ ব্যাপারে হারুন মিয়া জিল্লুর রহমান সহ ৫ জনকে আসামি করে গত ২১ জুলাই পলাশবাড়ী থানায় একটি মামলা ( মামলা নং-১৯,তাং ২১/০৭/২০২৪ ইং) দায়ের করেন।
এদিকে, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দাবী করে এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজ (২৫ সেপ্টেম্বর) এলাকাবাসী বিশাল এক মানববন্ধন করেন।
দিনকাল/এসএস