রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৫ এএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
রেকর্ড সমৃদ্ধ ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়ে চলা ফুটবল তারকাদের দুইজন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। দু’জনই খেলেন দুর্দান্ত। তবে কয়েকটি জায়গায় রোনালদোর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন নেইমার। ইরানের আলি দাইয়ের আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড ইতোমধ্যে স্পর্শ করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে জালের দেখা পেলেই এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন সিআর সেভেন।
অন্যদিকে ব্রাজিলের হয়ে ৬৮টি গোল করেছেন নেইমার। তবে গোলে অ্যাসিস্টের ক্ষেত্রে পর্তুগিজ তারকার চেয়ে অনেক এগিয়ে নেইমার। মাত্র ১০৮ ম্যাচ খেলে ব্রাজিলিয়ান তারকা অ্যাসিস্ট করেছেন ৪৮টি গোলে। আর ১৭৮ ম্যাচে সিআর সেভেনের অ্যাসিস্ট মাত্র ৩২টি।
এছাড়া ম্যাচপ্রতি গোলের হিসাবেও এগিয়ে নেইমার। পিএসজি তারকার ম্যাচপ্রতি গোলের হার শূন্য দশমিক ৬৩। আর রোনালদোর ম্যাচপ্রতি গোলের হার শূন্য দশমিক ৬২। রোনালদোর বয়স ৩৬ হয়ে গেছে। নেইমারের বয়স ২৯। ব্রাজিলিয়ান এই সুপারস্টার যেভাবে খেলছেন অবসরের আগে হয়তো রোনালদোর গোলসংখ্যাকে ছাড়িয়ে যাবেন তিনি।