শান্তি ফিরতে শুরু করেছে পাহাড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১২:৩০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
হঠাৎ অশান্ত পাহাড়ে ফিরতে শুরু করেছে শান্তি। এখনো অদৃশ্য অজানা আতঙ্ক কাটেনি পাহাড়ি-বাঙালীদের মধ্যে।খাগড়াছড়িতে শান্তি ফেরাতে চেষ্টা অব্যাহত রয়েছে নিরন্তন। স্থানীয়দের মধ্যে দফায় দফায় বৈঠক, ঘটনাস্থল পরির্দশন, তদন্তে কোর কমিটি গঠন করা হয়েছে।
শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিক ভাবে শান্তি-সম্প্রীতি সমাবেশ, নিরাপত্তা জোরদার, সম্মিলিত চেষ্টায় শান্তি ফিরতে শুরু করেছে পার্বত্যাঞ্চলে। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ছড়িয়ে পড়া দ্বন্ধের জেরে সহিংসতা ও মৃত্যুর ঘটনা, অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা কাটছেনা।
সাধারন মানুষ ও বসবাসরতরা পার্বত্যাঞ্চলের উপজেলাগুলোতেও শঙ্কার উত্তাপ ছড়িয়েছে। ফলে বসতি স্থাপনকারীরা ছেড়েছে ঘর-বাড়ী। নিরাপত্তা শঙ্কা থেকে নিজ বসতঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া বসবাসকারীরা এবার তাদের বাড়ি ফিরতে শুরু করেছে।
এদিকে ভুল বুঝাবুঝি ও গুজব প্রতিরোধ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে স্থানীয় পল্লী উন্নয়ন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ গত শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, খাগড়াছড়িতে এমন ঘটনা অত্যান্ত দুঃখ জনক। পূর্বের শান্তিপূর্ণ সেই সুন্দর পরিবেশ আবারো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ভুল বুঝাবুঝি হয়েছে, তা যেন আগামীতে আর না হয় সে জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক মেলামেশাটা আরো বেশি হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
একই সময় তিনি, বর্তমান স্যোসাল মিডিয়ার যে গুজব ছড়ানো হয়েছে সেই গুজব প্রতিরোধে গণমাধ্যমের কাউন্টার সক্ষমতা ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে কাজ করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
ঐ মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান এর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (অবঃ) রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম ২৪ ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাইনুর রহমান, পুলিশের আইজিপি মোঃ ময়নুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান, খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ির সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইআর