টাঙ্গাইলে কাগমারী সম্মেলনের ৬৪ বছর উপলক্ষে সন্তোষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ এএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৪ বছর পালন উপলক্ষে ভাসানী ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি মো. আব্দুল হামিদ, খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী। স্বাগত বক্তব্য প্রদান করবেন আয়োজক ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু।
আজ রবিবার টাঙ্গাইলের সন্তোষ ভাসানীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি জনসভায় আসসালামু আলাইকুম বলেই তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। এছাড়া তার আত্মজীবনী ও রাজনৈতিক বিভিন্ন দিকনির্দেশনা নিয়েও আলোচকরা আলোকপাত করেন। বক্তারা আরো বলেন মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন সরকারি ভাবে পালন করলে মনে হয় ভালো হতো।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে ১৯৫৭ সালের ৭ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।