আমতলীতে বিনামূল্যে করোনার টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০১:৩৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সারা দেশের ন্যায় আমতলীতে আজ রবিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বিনামূল্যে করোনার টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
মিজানুর রহমান মিল্টন খান ও কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ এর শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো. মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রশাদ অধিকারী, সাবেক মেয়র আলহাজ্ব মো. নাজমুল আহসান নান্নু,ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেনসহ হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শংকর প্রশাদ অধিকারী জানান, আমতলী ও তালতলী উপজেলায় ৭হাজার ২ শ’ ৮০ ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে।
এপর্যন্ত ৬০ জন ব্যাক্তি করোনা প্রতিরোধে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছে। তিনি আরো জানান, আরো বেশী নিবন্ধনের জন্য সাধারন মানুষকে উৎসাহিত করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিংএর মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে।