বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১২:৩৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী শাহ আলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো ব ১৪-৬৮১৬) সঙ্গে চট্টগ্রাম অভিমুখী প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাকের (চট্ট মেট্রো ট ১১-৯১১০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকের সহকারী মফিজ মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
নিহত মফিজ মোল্লা ভোলার চরফ্যাশন এলাকার চরআফজাল গ্রামের ২নং ওয়ার্ডের হযরত আলী মোল্লার ছেলে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত তিন দিনে এই সড়কে ছোট বড় মিলিয়ে অন্তত ১১টি দুর্ঘটনা ঘটেছে।