টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩ আটোরিকশার যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ পিএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১০:২৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের টেপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার পরপরই ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম চারজনের মৃত্যুর খবর জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, যমুনা সেতু এলাকার ইব্রাহিমাবাদ স্টেশন থেকে জামালপুরে যাওয়ার পথে ভুঞাপুর উপজেলার টেপাকান্দি এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচজন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়।
ওসি আরও জানান, প্রথমে চারজনের মৃত্যুর খবর শুনেছিলেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।